অগ্নিকান্ডে চৌদ্দগ্রামে বসতঘর পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ প্রায় “বিশ লক্ষাধিক “

বিজয় বিডি ডেস্ক :
ভয়াবহ অগ্নিকান্ডে কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরসহ বেশ কয়েকটি ঘর, ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও ৪ ভরি স্বর্ণ পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরের মালিক শাহজাহান এবং স্থানীয়রা জানিয়েছে, অগ্নিকান্ডে অন্তত ১৮-২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (১ জানুয়ারী) রাত আনুমানিক ১২.১৫ঘটিকায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাসী শাহআলম, শাহজালাল ও শাহজাহানের ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মাজেদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের লাকড়ির চুলা থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ধারনা করেন তিনি।
ক্ষতিগ্রস্থ ঘরগুলোর মালিক শাহজাহান জানান, অগ্নিকান্ডে ঘরগুলোতে থাকা ২টি ফ্রিজ, টিভি, আলমিরা, ৩ভরি স্বর্ণসহ প্রয়োজনীয় সকল ফার্ণিসার পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় কিছুই বের করার সুযোগ পাইনাই। ঘরগুলোও পুড়ে যাওয়ায় বর্তমানে আমরা ৩টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছি।