এম,এ,মতিনের কবিতা “আত্মকথা”

** আত্মকথা **
……….এম,এ,মতিন।
জীবন চলে জীবনের গতিতে
কষ্টের পর তা সুপ্রসন্ন হয় ভাগ্য খুলে যদি,
তাই সৎমনে সৎসাহসে সত্য কথায়
আত্মকথা বললে আত্মসম্মানের কিইবা এমন ক্ষতি।
উচ্চ শিক্ষিত ম্যাজিষ্ট্রেট পুত্র সৎসাহসে যদি বলেন
তাঁর পিতা অফিসের একজন সামান্য দারোয়ান,
এতে আত্মসম্মান ধুলোয় লুকাবে না
জনমনে জাগবে অনুপ্রেরণা বাড়বে তাঁর অধিক সম্মান।
এক’শো টাকার জুতো পায়ে
গায়েতে দু’শো টাকার কোট,
দেড়’শো টাকার শার্ট লাগিয়ে
হয়ে যান না বড় ভদ্রলোক।
মাংসের চেয়ে সবজি ভাল
পুষ্টিগুণের দিক দিয়ে,
জটিল খাদ্য অন্ত্রে গেলে
নানান রোগ ব্যাধির দেখা মিলে।
বিয়েতে পাঁচ হাজারের সাজ সরঞ্জাম
বউভাতে দশের একটু বেশি,
বাইক বাস সাইকেলে বরযাত্রী গেলে
অতিথিরা তাতেই হবেন খুশি।
বউ পাওয়া যায় অনেক ভাল
পড়েনা তাতে কম খরচের ছাপ,
জীবন পথে সুখ পাওয়া যায়
গায়ে মাখেনা যৌতুকের অভিশাপ।
অহংকার অহমিকা লুকোচুরি স্বার্থ সংঘাত
নয়তো কোন সুন্দর সুখী জীবন,
যাঁরা বলেন তাদের কেহ নেই,কিছু নেই
শ্রষ্টাসহ পৃথিবীতে সকলেই তাঁদের আপন।।

এম,এ,মতিন ‘র কবিতা “মানুষের মন”
কবিতা “মানুষের মন” যে জন আজ ভালবাসে মোরে আমি ভাবি তারে পর, সবচেয়ে বেশি ভাল বাসিতাম যারে সে আমার ভেঙ্গেছে ঘর। আমার যে জন খুব বিস্তারিত →