এম,এ,মতিন ‘র কবিতা “মানুষের মন”

কবিতা “মানুষের মন”
যে জন আজ ভালবাসে মোরে
আমি ভাবি তারে পর,
সবচেয়ে বেশি ভাল বাসিতাম যারে
সে আমার ভেঙ্গেছে ঘর।
আমার যে জন খুব জয়গান করে
তারে আমি করি ঘৃণা,
দুঃসময় মোর জীবনে যদি আসে কোনদিন
জানি কখনো সে মোর কাছে ঘেঁষিবে না।
সদা যে জন আমার খুব কাছে কাছে থাকে
হবে না কোনদিন সে আমার আপন জন,
আতঙ্কে মোর বুক ধড়ফড় করে
কখন জানি সে ঘটায় মোর জীবনে বড় অঘটন।
বিশ্বাস যাকে করিতাম বেশি
সে মোটেই মোর শুভাকাঙ্ক্ষী নয়,
চাইবে সে মোরে পশ্চাতে ফেলিয়া
ছিনিয়ে নিতে তার জয়।
যাকে অনেক অনেক বড় করিতে
ত্যাগেছি মোর জীবনের সর্বস্ব,
বড় হয়ে আজ ভাল মানুষটি
আমায় করিতে চায় নিঃস্ব।
গোপন কথা বলিতাম যারে
আপন ভাবিয়া চুপিসারে,
গোপন কথাকে সে আজ অস্র বানিয়ে
আমার কপালে ছুঁড়ে মারে।
কম কথা বলে চুপচাপ থাকিতাম
যদি কোন বড় সমাগমে,
তিরস্কার মোর ভাগ্যে জুটিত
বলিত বেটা এত বেশি কি আর জানে।
কেহ আমাকে উঁচু করিতে চাইলে
আমি নীরবে অতি নিচু হতে বাধ্য,
কেননা “মানুষের মন” বড় দুর্বল
ভয় হয় যদি আমাকে নিয়ে রচিত হয় কোন কাব্য।।
রচনায় এম,এ,মতিন।
প্রতিষ্ঠাতা : ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন।
চৌদ্দগ্রাম, কুমিল্লা।।

এম,এ,মতিনের কবিতা “আত্মকথা”
** আত্মকথা ** ……….এম,এ,মতিন। জীবন চলে জীবনের গতিতে কষ্টের পর তা সুপ্রসন্ন হয় ভাগ্য খুলে যদি, তাই সৎমনে সৎসাহসে সত্য কথায় আত্মকথা বললে আত্মসম্মানের কিইবা বিস্তারিত →