চৌদ্দগ্রামের আলোচিত কিশোর গ্যাং লিডার রোমান আটক : জনমনে স্বস্তি

আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত কিশোর গ্যাং লিডার রবিউল হাসান প্রকাশ রোমানকে (২৫) গতকাল রোববার (১২ জুন) রাত ১১টার দিকে আমানগন্ডা এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মৃত শামসুল হক মোল্লার ছেলে। রোমানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাসহ ইভটিজিং, চাঁদার দাবিতে ইটভাটায় হামলাসহ বহু অভিযোগ রয়েছে। মাদকের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং মাদক কারবারসহ একাধিক ঘটনায় এর আগেও গ্রেফতার, কারাবরণ করেছে আলোচিত এই কিশোর গ্যাং লিডার। আলোচিত এই কিশোর গ্যাং লিডারের আটকের ঘটনায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, স্থানীয় একটি মসজিদের সামনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় বাধা প্রদান করায় মো. রুবেল নামে এক মুসল্লিকে ব্যাপক মারধর করে রোমান। এছাড়াও মাদক সেবনে বাধা প্রদান করায় রাঙ্গামাটিয়া এলাকার হোটেল মালিক জাফরকে ব্যাপক মারধর এবং ছুরিকাঘাত করে আলোচিত এই কিশোর গ্যাং লিডার। ওই ঘটনায় জাফরের স্ত্রী বাদী হয়ে রোমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এলাকায় স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, মাদক ব্যবসা ও চাঁদাবাজি যেন তার নিত্যদিনের কাজ।
সর্বশেষ গত ২২ মে ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় মেসার্স বেলাল ব্রিকসে হামলা চালায় রোমান ও তার সহযোগীরা। এ সময় ব্রিকস ফিল্ডের অফিসকক্ষ ভাংচুর এবং ইটভাটার বেশ কয়েকজন শ্রমিককে গুরুতর আহত করে তারা। এ ঘটনায় ভুক্তভোগী বেলাল হোসেন থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রবিউল হাসান প্রকাশ রোমানকে ঘটনার মূল হোতা হিসেবে শনাক্ত করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বেলাল ব্রিকসের মালিক বেলাল হোসেন জানান, কিশোর গ্যাং লিডার রোমানের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাকে গ্রেফতার করায় চৌদ্দগ্রাম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে রোববার রাতে আমানগন্ডা এলাকা থেকে রোমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের একটি মামলায় গ্রেফতারি ফরোয়ানা রয়েছে। সর্বশেষ ইটভাটায় হামলা ও ভাংচুরের ঘটনায়ও তার বিরদ্ধে মামলা হয়েছে থানায়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীর স্কুলব্যাগ থেকে অস্ত্র-গুলি উদ্ধার
বিজয় বিডি ডেস্ক : রাজবাড়ীর পাংশার হোসেনডাঙ্গা এলাকার নিজ বাড়ী থেকে মো. অভি শেখ (১৭) এর কাছ থেকে একটি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার বিস্তারিত →