চৌদ্দগ্রামে “আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার” এর পক্ষ থেকে সাত-শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ-উপহার বিতরণ

সাহাব উদ্দিন রনি (বিজয় বিডি ডেস্ক) : কুমিল্লার চৌদ্দগ্রামে “আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার” এর পক্ষ থেকে রমজান মাস ব্যাপী পুরো ইউনিয়নে সাত-শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এই মহান কর্মে সারাবিশ্ব থেকে প্রবাসী কল্যাণ পরিবারের প্রায় ১৮০ জন দাতা সদস্য অর্থ সহায়তা করেন। ইফতার ও ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি সহ স্থানীয় ও সুশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবারের সভাপতি আলকরা গ্রামের কৃতিসন্তান কাতার প্রবাসী এনামুল হক এনাম,
সেক্রেটারি কেন্দুয়া গ্রামের কৃতিসন্তান আরব আমিরাত প্রবাসী নাসিরউদ্দিন,
সাংগঠনিক সম্পাদক পদুয়া গ্রামের কৃতিসন্তান ইতালি প্রবাসী আশিকুর রহমান অপু,
প্রচার সম্পাদক বাকগ্রামের কৃতিসন্তান এমডি ইলিয়াস এর সার্বিক তত্বাবধায়নে অর্থ সংগ্রহ সহ সুষ্ঠ ও সুন্দর ভাবে রমজান মাস ব্যাপী এই কর্মসূচীটি সম্পন্ন হয়।
আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবারের এই মহতী উদ্যোগকে এলাকার সর্বস্তরের জনগণ সাধুবাদ জানান।এছাড়াও আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবারের পক্ষ হতে ইফতার কর্মসূচির পাশাপাশি আলকরা গ্রামের মোঃ মহীন নামের একজন হতদরিদ্র প্রবাসীকে সৌদি আরব থেকে বিমানের একটি টিকেট দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় । মহসিন অবৈধ হয়ে দীর্ঘদিন সৌদি আরবের জেলে বন্দী অবস্থায় ছিলেন।
এছাড়াও প্রবাসী কল্যাণ পরিবারের পক্ষ হতে অত্র ইউনিয়নের কুলাসার গ্রামের একজন অসুস্থ সাবেক প্রবাসী ব্যক্তিকেও অর্থ সাহায্য দেয়া হয়।
আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবারের দায়িত্বশীলরা জানান ভবিষ্যতেও এই সংগঠন ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং আলকরা ইউনিয়নের গণমানুষের সংগঠন হিসেবে টিকে থাকবে ইনশাআল্লাহ্।