চৌদ্দগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে তাহমিনা আক্তার পিনু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। গৃহবধূর বাবার দাবি তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর শ্বশুরবাড়ির দাবি পিনু আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বামী ইফতেখারুল আলম মজুমদার রাসেলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর বাবা মো. ইউনুস চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন।
পিনুর বাবা মো. ইউনুস বলেন, ‘তিন বছর আগে রাসেলের সঙ্গে পিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় রাসেল যৌতুকের জন্য পিনুকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে রাসেলকে ২৭ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি। আরও টাকার জন্য নির্যাতন অব্যাহত রাখত। শুক্রবার রাতে রাসেল মোবাইলে জানায় তার বাড়িতে সমস্যা হয়েছে, দ্রুত যাওয়ার কথা বলেই লাইন কেটে দেয়। আমি গিয়ে দেখি বিছানায় পিনুর মরদেহ পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে পিনু আত্মহত্যা করেছে বলে রাসেল আমাকে জানায়। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। পরে আমি পুলিশকে খবর দিলে তারা গিয়ে পিনুর মরদেহ নিয়ে আসে। আয়ান নামে পিনুর ১০ মাসের একটি ছেলে রয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও রাসেল জান্নাত নামের এক মেয়েকে বিয়ে করেন। ওই সংসারেও ছয় বছরের একটি সন্তান রয়েছে। রাসেলের নির্যাতন সহ্য করতে না পেরে সন্তান রেখেই জান্নাত রাসেলকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। সম্প্রতি আগের স্ত্রী জান্নাতের সঙ্গে রাসেল আবারও যোগাযোগ করতে থাকেন। এ নিয়ে পিনুর সঙ্গে রাসেলের প্রায় সময় ঝগড়াবিবাদ হয়।
পিনুর ভাই আবু সালমান রাফি বলেন, ‘পিনুকে রাসেল পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে নাটক সাজিয়েছে। আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যৌতুকের জন্য এবং সাবেক স্ত্রী জান্নাতের প্ররোচনায় পিনুকে হত্যা করা হয়েছে।’
স্বামী রাসেল বলেন, ‘পিনু ঘরের সিলিং পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। আমি এ সময় বাড়িতে ছিলাম না। সন্ধ্যায় বাড়িতে গিয়ে ঘরে ঢুকতে গেলে ভেতর থেকে আটকানো দেখি। এ সময় সিসি ক্যামেরায় দেখতে পাই পিনুর মরদেহ ঝুলছে এবং ছেলে আয়ান নিচে কান্নাকাটি করছে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পিনুকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে খাটের ওপর শুইয়ে লোকজনকে খবর দিই।’
রাসেলের খালা পিংকি বেগম শনিবার সকালে সংবাদমাধ্যমকে জানান, রাসেল দুপুরবেলায় স্ত্রী পিনুর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন তাঁর রুমের দরজা বন্ধ। রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন পিনু সিলিংপাখার সঙ্গে ঝুলে আছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায় পিনু আত্মহত্যা করেছে। শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই সে আত্মহত্যা করেছে।’ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মেয়ের বাবা মামলা করেন। স্বামী রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।