চৌদ্দগ্রামে ফিল্মি কায়দায় দোকান চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

কুমিল্লা জেলা সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরভবন সংলগ্ন আরমান সুপার মার্কেটের রফিক ভলকেনাইজিং এন্ড অটো মোবাইলস্ নামক একটি দোকানে ফিল্মি কায়দায় চুরির ঘটনা ঘটে। ২৫ ফেব্রুয়ারী সোমবার ভোর ৬:৫৫ মিনিটে থেকে শুরু করে ৭:২০ মিনিট পর্যান্ত সংগঠিত গঠিত এই গঠনায় প্রায় লক্ষাধীক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।
সরেজমিনে গুরে ও দোকান মালিক মোঃ রফিকুল ইসলামের তথ্য এবং সিসি ক্যামেরার ফোটেজ দেখে গঠনার সত্যতা পাওয়া যায়।
জানাযায়,দোকান মালিক রফুকুল ইসলাম প্রতিদিনের মত রাত ১১টায় দোকান বন্ধকরে এবং পরদিন বৃষ্টির কারনে ভোরবেলায় দোকানে এসে দেখে দোকানের সার্টার খোলা। অনেটা হতাশা নিয়ে দোকানের ভিতরে ঢোকে দেখা যায় মবিল,স্মার্ট টিভি, ১২ টি চাকা, স্পির্কার সহ প্রয় লক্ষাধীক টাকার মালামাল চুরি হয়। সিসি ক্যামরার ফুটেজে অষ্পষ্টতার কারনে চোরকে এখনও চিহ্নিত করা যায়নি। রিপোর্ট সংগ্রহ সময় পর্যান্ত থানায় জিডির প্রস্তুতি চলছে বলে জানান দোকান মালিক মোঃ রফিকুল ইসলাম।