চৌদ্দগ্রামে সর্বপ্রথম আল্লাহর ৯৯ নামের দৃষ্টিনন্দন ফলক র্নিমাণ

মোহাম্মদ আবদুল কাদেরঃ
চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নস্থ রামচন্দ্রপুর গ্রামে সর্বপ্রথম কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন আল্লাহর গুণবাচক ৯৯ নামের দৃষ্টিনন্দন ফলক র্নিমাণ করা হয়। জানা যায়, রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহের মুল ফটকের সামনেই এবং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিন রাস্তার মোড়ে দুইটি স্তম্ভের মাঝখানে আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আরবি হরফের সাথে বাংলা উচ্চারণ সহ লিখা আছে। সর্বোচ্চে আল্লাহু লিখা এবং এর নিচের অংশে রয়েছে ট্যারাকোটা সমৃদ্ধ বিভিন্ন কারুকাজ । আরো রয়েছে বিভিন্ন রঙের লাইটিং যা খুবই দৃষ্টিনন্দন। আরবি হরফে পবিত্র আল্লাহর ৯৯ নাম খচিত ফলকটির উচ্চতা ভূমি থেকে ১৩ ফিট, প্রস্থ ৪ ফিট। এ রকম একটি ব্যতিক্রমী কাজ দেখে এলাকার জনগন বেশ প্রশংসা করছেন এবং বিভিন্ন এলাকা থেকে অনেকেই একনজর দেখার জন্য আসছেন। অনেকে ধারণা করেন এটিই চৌদ্দগ্রাম উপজেলায় প্রথম আল্লাহর ৯৯ নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য। স্থানীয় হাজী সফিকুর রহমান বলেন, এলাকায় যে শিল্পকর্মটি হয়েছে তা খুবই চমৎকার হয়েছে। এটি ইসলাম বা ইসলামের নিদর্শন বলা যায়। তরুন প্রজন্ম এটি দেখে অনেক কিছু শিখবে এবং ইসলামের দিকে ধাবিত হবে। আল্লাহর গুণবাচক ৯৯ নামের দৃষ্টিনন্দন ফলকটি বর্তমানে শুভ উদ্বোধনের অপেক্ষায়।
এটির সার্বিক তত্ত্বাবধানে ছিল গ্রামের তরুন যুব সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত “রামচন্দ্র পুর জনকল্যাণ ফাউন্ডেশন”।