ফেসবুকে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও , অভিযুক্ত রাসেল গ্রেপ্তার

বিজয় বিডি ডেস্ক :
বগুড়ায় স্কুলছাত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত রাসেলকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার (২৯ নভেম্বর) দিনগত রাতে ধুনট উপজেলার হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
তৌহিদুল মবিন খান জানান, গত ১৪ নভেম্বর ধুনটের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর গোসলের আপত্তিকর ভিডিও গোপন ধারণ করে রাসেল। পরে সেই ভিডিও ফেসবুকে আপলোড করে সে। পরে ২৭ নভেম্বর ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। অভিযোগের পর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন জানিয়ে তৌহিদুল মবিন বলেন, রাসেলকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।