বাংলাদেশ-বাহরাইন এর মধ্যকার ব্যাবসা-বানিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মধ্যাহ্ন ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হানিফ মজুমদার (বাহরাইন থেকে) :
বাংলাদেশ এবং বাহরাইন এর মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ১৮ মে (বুধবার) এক মধ্যাহ্ন ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানামা “রেডিসন ব্লু” হোটেলে এই মধ্যাহ্ন ভোজ ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
অনুষ্ঠানে বাহরাইন চেম্বার অব কমার্স, বাহরাইন বিজনেসম্যানস অ্যাসোসিয়েশন, বাহরাইন বিজনেস ওমেনস সোসাইটি সহ বাহরাইনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ড. মোঃ নজরুল ইসলাম দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনার দিকসহ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা ও সেবা সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির বিভিন্ন সূচক উল্লেখ করে বাহরাইন ব্যবসায়িক প্রতিনিধিদেরকে বাংলাদেশের পন্য ও সেবা আমদানি/রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগের জন্য আহবান জানান। রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং, জুট এন্ড টেক্সটাইলস ও আইটিসহ মোট তের (১৩) টি সম্ভবনাময় বাণিজ্যিক খাতের উপর আলোকপাত করেন।
আমন্ত্রিত অতিথিরা প্রশ্নোত্তর পর্বে এবং তাদের মন্তব্যে দূতাবাস কর্তৃক এ ধরনের সভা/অনুষ্ঠান আয়োজন বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা পর্বে রাষ্ট্রদূত উপস্থিত সকলকে দূতাবাসের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মধ্যহ্ন ভোজে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।