মেসির ৭০০ গোল

বিজয় বিডি ডেস্ক : ৬৯৯ গোল নিয়ে অপেক্ষায় কেটে গেল তিনটি ম্যাচ। অবশেষে দেখা মিলল মাইলফলক ছোঁয়া গোলের। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে দ্বিতীয় দফা এগিয়ে নেওয়ার পথে ৭০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি।
কাম্প নউয়ে মঙ্গলবার রাতে দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে মূল্যবান গোলটি করেন আর্জেন্টাইন তারকা।
সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ৭২৪ ম্যাচ খেলে এটি তার ৬৩০তম গোল। বাকি ৭০টি গোল তিনি করেছেন জাতীয় দলের হয়ে, ১৩৮ ম্যাচ খেলে।
# বিজয় বিডি / সানি

ম্যাচ সেরা নন কারণ বয়স হয়নি ‘পুলিসিচর’
বিজয় বিডি ডেস্কঃ দুর্দান্ত ফুটবল খেলেছে। করেছেন দুই গোল, বানিয়ে দিয়েছেন আরেকটি। পিছিয়ে পড়া বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে জেতানোর পরিষ্কার নায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচই। কিন্তু বিস্তারিত →

৬০ বছর পর পেলের সঙ্গী এমবাপে
বিজয় বিডি ডেস্কঃ ১৯৫৮ বিশ্বকাপের পর থেকে অনন্য এক রেকর্ড একাই আগলে বসেছিলেন ফুটবলের রাজা পেলে। ৬০ বছর পর সেই রেকর্ডে আরেকজন সঙ্গী পেলেন ব্রাজিলিয়ান বিস্তারিত →