রাজাপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাসান মুহাঃ জহির : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ‘রাজাপুর যুব তরুন সংগঠন’ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহন করে রাজাপুর ফুটবল একাদশ বনাম বিজয়পুর সমাজকল্যাণ সংগঠন। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ড্র থাকায় ট্রাইব্রেকারে বিজয়পুরকে হারিয়ে রাজাপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: শাহজালাল মজুমদার।বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা (দ:) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন রুবেল। শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলী হায়দার মেম্বার।
বগৈড় মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হায়াতুন নবী’র সভাপতিত্বে ও রাজাপুর যুব তরুন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো রফিকুল ইসলাম বি.এস.সি’র পরিচালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: কাজী আলমগীর হোসেন, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম আনোয়ার মজু: বাঁধন, সাধারণ সম্পাদক মোশর্রফ হোসেন সোহাগ আবদুল হক,বিল্লাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ক্রীড়া অনুরাগী।