হজ যাত্রীদের জন্য সুখবর

বিজয় বিডি ডেস্ক :
চাঁদ দেখা গেলে আগামী ৮ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন শুরু হবে। এ উপলক্ষে আগামী ৫ জুন থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে। তার আগেই হজ যাত্রীদের সুখবর দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বুধবার (১ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, জেট ফুয়েলের দাম বাড়লেও নতুন করে বিমানের ভাড়া বাড়ানো হবে না। কারণ ইতোমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া এবার হজ যাত্রী সংখ্যা কম হওয়ায় উড়োজাহাজ ভাড়া করতে হচ্ছে না বলেও জানান তিনি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। এবার ২৯ হাজার যাত্রী হজযাত্রী তারা বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন ৪ হাজার ৫৬৪ জন।