Archive for মার্চ ১৯, ২০১৯
এনা নয় এই যেন এক দানব পরিবহন !! চৌদ্দগ্রামে এনা কেড়ে নিল নারীর প্রাণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : মহাসড়কে এনা পরিবহনের চালকদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ী চালানোর অভিযোগ দীর্ঘদিনের। মাহবুব নামে এক যাত্রী এনা পরিবহন যোগে ঢাকা থেকে চৌদ্দগ্রাম ফিরে তিক্ত প্রতিক্রিয়ায় জানান, প্রয়োজনে হেটে যাব আর কখনও এনা পরিবহনে চড়বোনা, এতো এনা নয় যেন এক দানব পরিবহন! এদের গতিতে শুধু যাত্রী নয় পথচারী ও সড়কে চলাচলকারী অন্যান্য পরিবহনগুলো আতংকিত বিস্তারিত →