Archive for এপ্রিল ১, ২০১৯
শান্তিপূর্ণ ভাবে আনূষ্ঠিত হল এইচএসসি’র প্রথম দিনে পরীক্ষা : অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী

বিজয় বিডি ডেস্ক : এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ বছর ১৪ হাজার ৯৮৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন মোট ১০লাখ ৯৩হাজার ৫৮৯জনের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দেয় ১০লাখ ৭৮হাজার ৬০১জন। গতবছর ১৩হাজার ৭১৮জন অনুপস্থিত ছিল। ২০১৭ সালে প্রথম দিন ১৩০৬৯জন বিস্তারিত →