Archive for জুন ২৭, ২০১৯
কবিতা : আগুন জ্বলে….. মামুনুর রশীদ

কবিতা : আগুন জ্বলে ____________/// মামুনুর রশীদ এখন আমার সকাল পোড়ে দুপুর বিকেল রাত্রি পোড়ে তোর বিহনে তোর বিহনে আকাশ পোড়ে চন্দ্র পোড়ে রংধনুর ঐ রঙও পোড়ে শ্বাস পোড়ে হায় তোর আগুনে শিরায় শিরায় অনল দহে তোর বিরহে তোর বিরহে। বুকের জমিন বসত পোড়ে লাগছে আগুন সব সীমানায় লাল কমলা হলুদ আগুন জ্বালায় পোড়ায়, বিস্তারিত →
স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক!

সিলেট সংবাদদাতা: সিলেটে ফরিদা পারভীন (২৪) নামে গৃবধূকে পিটিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী রুবেল আহমদকে (৩০) আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) মধ্যরাতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের আখালিঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ওই গৃহবধূর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত →