Archive for জুলাই ৯, ২০১৯
মসজিদের প্রধান খাদেমের পদ ফিরে পেতে সাইফু্ল খুন করে হানিফকে

স্টাফ রিপোর্টার : আজিমপুর কবরস্থান জামে মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন সাইফুল ইসলাম (৩৮)। তবে তার কাজে সন্তুষ্ট না হতে পেরে গত মে মাসে সাইফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন কর্তৃপক্ষ। তার জায়গায় হানিফ শেখকে (৩০) প্রধান খাদেম হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে, পদ হারিয়ে সহকারী খাদেম হয়ে পড়া সাইফুলকে প্রায়ই বিভিন্ন কাজের নির্দেশনা দিতেন বিস্তারিত →