Archive for নভেম্বর ১১, ২০১৯
চৌদ্দগ্রাম আলকরা-কুন্জুশ্রীপুর সড়কের বেহালদশা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) থেকে জহিরুল ইসলাম সুমন: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুন্জুশ্রীপুর উল্কা দোকান থেকে আলকরা বাজার পর্যান্ত প্রায় ২কিলোমিটারের এই সড়কটির অবস্থা অত্যান্ত বেহাল। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ,মাদ্রাসা শিক্ষার্থীসহ শত শত মানুষ বিভিন্ন স্হানে যাতায়াত করে।সরেজমিনে ঘুরে দেখাগেছে কেন্দুয়া, সাহেবনগর,কুন্জুশ্রীপুর গ্রামের বাসিন্দারা এই রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে। বিস্তারিত →