Archive for নভেম্বর ১৭, ২০১৯
প্রথম পুরস্কার দেশি,২য় ভারতীয়,৩য় পাকিস্তানি পিয়াজ দুই কেজি করে

কুমিল্লা ব্যুরো : প্রথম পুরস্কার দুই কেজি দেশি পিয়াজ! প্রথম পুরস্কার হিসেবে দুই কেজি দেশি পিয়াজ দেয়া হয়েছে। দ্বিতীয় পুরস্কার দুই কেজি ভারতীয় এবং তৃতীয় পুরস্কার দুই কেজি পাকিস্তানি পিয়াজ। কুমিল্লা মডার্ন স্কুল এলামনাই আয়োজিত প্রভাতী আড্ডা অনুষ্ঠানের র্যাফেল ড্র’তে এই পুরস্কার দেন বিজয়ীদের। শুক্রবার ঢাকার রমনায় একটি রেস্টুুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া বিস্তারিত →