Archive for নভেম্বর ২১, ২০১৯
কুটুমবাড়ী রেস্তোরা চকবাজার শাখার উদ্বোধন

নুরুল আলম : অত্যান্ত ঝাঁকজমকভাবে শুভ উদ্বোধন হয়েছে চট্টগ্রাম নগরীর অভিজাত রুচিসম্মত রেষ্টুরেন্ট জগতের সুপরিচিত প্রতিষ্ঠান কুটুমবাড়ি রেঁস্তোরা এন্ড বিরানী হাউস চকবাজার শাখা। নগরীর প্রাণকেন্দ্র চকবাজারের কাপাসগোলা রোড়,অলিখাঁ মসজিদের সামনে এ রেস্টুরেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুতুব শরীফ দরবার শরীফের পরিচালক হযরত মাওলানা শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের বিস্তারিত →