Archive for মার্চ ২৫, ২০২০
শেষ সম্বল হারিয়ে দিশেহারা সালেহ আহমেদের পরিবার

আনোয়ার হোসেন (চৌদ্দগ্রাম,কুমিল্লা) : সংসারের আয়-রোজগারের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত অটোগাড়ীটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার একটি দরিদ্র পরিবার। কিস্তির টাকায় কেনা পরিবারের একমাত্র আয়ের মাধ্যম ব্যাটারিচালিত অটোগাড়ীটি গতকাল রাতে ঘরের টিন কেটে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। জানাযায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মোঃ সালেহ আহম্মদ বিদেশে নিজের বিস্তারিত →