Archive for মে ২০, ২০২০
মংলা সমূদ্র বন্দরে ১০ নাম্বার মহাবিপদ সংকেত : দক্ষিণ উপকূলে বাজানো হচ্ছে ‘সাইরেন’

বিজয় বিডি ডেস্ক : শক্তিশালী রূপে উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্ফান। এ কারনে পায়রা ও মংলা সমূদ্র বন্দরকে ১০ নাম্বার মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলের সর্বত্র মাইকিংয়ের পাশাপাশি বাজানো হচ্ছে সাইরেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রগুলোতে টাঙানো হয়েছে সাংকেতিক ৩ (তিন) পতাকা। এদিকে ঘূর্ণিঝড় আম্ফান উপকূলের কাছাকাছি অবস্থান করলেও বিভাগের আশ্রয় কেন্দ্রগুলোতে বিস্তারিত →