Archive for জুন ২৫, ২০২০
জুয়া ‘খেলার’ অপরাধে গাধা গ্রেফতার !

বিজয় বিডি ডেস্ক : জুয়া খেলার অপরাধে পাকিস্তানে এক গাধাকে গ্রেফতার করেছে পুলিশ। বেঁধে রাখা হয়েছে থানার বাইরে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরে। পুলিশের অবশ্য দাবি, গাধাদের রেস করে জুয়া খেলছিল কয়েকজন। ওই ঘটনায় আটজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পাকিস্তানের বিস্তারিত →