Archive for সেপ্টেম্বর ৯, ২০২০
চৌদ্দগ্রামে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামী আটক

আনোয়ার হোসেন (চৌদ্দগ্রাম, কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টক্ত ৯ আসামীকে আটক শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা। আটককৃতরদের পরিচয় যথাক্রমে, চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মোঃ সোহেল(২০), সাগর(১৯), ইমরান(২০), লিটন(৩০), ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের কালা মিয়ার ছেলে ননু মিয়া(২৫), আনু মিয়া(৩০), বিস্তারিত →