Archive for অক্টোবর ২২, ২০২০
ফেমাস ডোর এর কুমিল্লা জেলার মাষ্টার ডিলার চুক্তি সম্পূর্ণ

স্টাফ রিপোর্টারঃ ফেমাস ডোরের কুমিল্লা জেলার মাষ্টার ডিলার হলেন মেসার্স হাজী হারুন রশিদ ট্রেডার্স । গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্রগ্রাম এনায়েত বাজারস্থ ফেমাস ডোরের চট্রগ্রাম বিভাগীয় ডিপো কার্যালয়ে গ্লোবাল ডিস্ট্রিবিউশন ও মেসার্স হাজী হারুন রশিদ ট্রেডার্স এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ফেমাস ডোরের পক্ষে উপস্থিত ছিলেন গ্লোবাল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা, বিস্তারিত →
এম,এ,মতিন ‘র কবিতা “মানুষের মন”

কবিতা “মানুষের মন” যে জন আজ ভালবাসে মোরে আমি ভাবি তারে পর, সবচেয়ে বেশি ভাল বাসিতাম যারে সে আমার ভেঙ্গেছে ঘর। আমার যে জন খুব জয়গান করে তারে আমি করি ঘৃণা, দুঃসময় মোর জীবনে যদি আসে কোনদিন জানি কখনো সে মোর কাছে ঘেঁষিবে না। সদা যে জন আমার খুব কাছে কাছে থাকে হবে না কোনদিন বিস্তারিত →