Archive for অক্টোবর ৩০, ২০২০
লাশ পর্যন্ত দেখতে আসেনি স্বামী : মৃত্যুর পূর্ব মুহূর্তে নানাকে যে গোপন কথা বলেছিল নুর নাহার

টাঙ্গাইল সংবাদদাতা : বিয়ের ৩৪ দিনের মাথায় মারা যাওয়া টাঙ্গাইলের অষ্টম শ্রেণির ছাত্রী নুর নাহার (১৪) মৃত্যুর আগমূহুর্তে তার নানাকে জড়িয়ে ধরে বলেছিল, নানা ও মানুষ না জানোয়ার। আমি কত হাতে পায়ে ধরেছি, সহ্য করতে পারছিনা তাও ও আমারে ছাড়ে নাই। রক্ত পড়তাছে, যন্ত্রণায় কুকাইতাছি, দম বন্ধ হয়ে আসছে, আমারে বাঁচতে দেন, তাও ও বিস্তারিত →