Archive for মার্চ ২৭, ২০২১
সচেতনতা তৈরী ও মাস্ক বিতরণে বিশেষ ক্যাম্পেইনে ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল পিউপল (ভার্প)

হাসান মুহাঃ জহির : এনজিও সংস্থা “ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল পিউপল” (ভার্প) কতৃক করোনা ভাইরাস প্রতিরোধে প্রান্তিক জনগুষ্ঠীকে সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে মাস্ক বিতরনে বিশেষ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর বাজারে আয়োজিত অনুষ্ঠানের উদ্ভোধন করেন শুভপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মজুমদার। সংস্থার নির্বাহী পরিচালক মোঃমমতাজ বিস্তারিত →