Archive for জুলাই ২৭, ২০২১
“কালা মানিক” আর নেই

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : চৌদ্দগ্রামে মারা গেছে এক টন ওজনের ‘কালা মানিক’ নামের ব্রাহমা জাতের একটি গরু। আজ মঙ্গলবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে সরেজমিনে পরিদর্শনকালে এ চিত্র দেখা গেছে। কালা মানিককে দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। দুপুর বেলায় গর্ত খুঁড়ে কালা মানিককে পুঁতে ফেলা হয়েছে। কৃষক দ্বীন মোহাম্মদ বলেন, গত আট বছর ধরে নিজ বিস্তারিত →