Archive for অক্টোবর ১৯, ২০২১
পাখি’র বেপরোয়া আচরণে আদালতের শরণাপন্ন নাজমুল

বিজয় বিডি ডেস্ক : জোর করে তুলে নিয়ে বিয়ের পর এবার পটুয়াখালীতে ইশরাত জাহান পাখির বিরুদ্ধে বেপরোয়া আচরণের অভিযোগ করেছেন ভুক্তভোগী নাজমুল আকন। এরইমধ্যে অভিযুক্ত পাখি গিয়ে উঠেছেন নাজমুলের বাড়িতে। তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তার। আর নাজমুলের দাবি, পাখির বেপরোয়া আচরণের মুখে পুরো পরিবার বাড়িছাড়া। তিনি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যপ্রার্থী। বিস্তারিত →