Archive for নভেম্বর ২০, ২০২১
একযোগে সব মন্ত্রীর পদত্যাগ

বিজয় বিডি ডেস্ক : একযোগে পদত্যাগ করলেন রাজস্থানের সব মন্ত্রী। রাজস্থান মন্ত্রিসভায় সদস্যের ২১ জনই পদত্যাগ করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শনিবার(২০ নভেম্বর) একটি মুলতুবি মন্ত্রিসভা রদবদলের আগে সব মন্ত্রীর পদত্যাগের আবেদনপত্র সংগ্রহ করেন। পরিবহন মন্ত্রীর দায়িত্বে থাকা প্রতাপ সিং খাচারিয়াওয়াসকে উদ্ধৃত করে, পিটিআই নিউজ এজেন্সি জানিয়েছে যে, বৈঠক চলাকালীন সব মন্ত্রী পদত্যাগ করেছেন, বিস্তারিত →
প্রেমিকার ফিরিয়ে দেওয়া শাড়ি জ্বালিয়ে সিগারেট ধরালেন তরুণ !

বিজয় বিডি ডেস্ক : ‘প্রেম একবারই এসেছিল নীরবে, আমারই এ দুয়ার প্রান্তে।’ সবার জীবনে প্রেম আসে। কখনও দখিণা হাওয়া, কখনও-বা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো সেই প্রেম বদলে দেয় জীবনের গতিপথ। প্রেমের বীণায় কখনও তৈরি হয় সুখের আবহ কখনও-বা বাজে বিচ্ছেদের সুর। এক জুটির প্রেম বিচ্ছেদের পর ব্যতিক্রমী এক প্রতিবাদ জানিয়ে এখন আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বিস্তারিত →