একের পর এক নতুন বিতর্কে সাইফ আলী খান

Bijoy Bd24

২২ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪


#

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী ও তার শ্বশুরকে নিগ্রহ করার অভিযোগ ওঠে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে। প্রায় ১১ বছরের পুরনো এ অভিযোগ গড়াল আদালত পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, অভিযুক্তের তালিকায় ছিলেন সাইফের দুই বন্ধু শাকিল লাদাক ও বিলাল অমরোহি। তিন জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ গত ২৪ এপ্রিল এসপ্ল্যানেড আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পড়ে শোনান। ১৫ জুন থেকে হতে পারে এই মামলার শুনানি।

অভিযোগ রয়েছে, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি তাজ হোটেলের ভিতরে এক রেস্তরাঁয় প্রবাসী ভারতীয় ব্যবসায়ী ইকবাল মীর শর্মা ও তার শ্বশুরের উপর নাকি নিগ্রহ করেন সইফ ও তার দুই বন্ধু। অভিনেতাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন নিগৃহীত ব্যবসায়ী। তখন সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সাইফ ও তার দুই বন্ধুকে। পরে জামিনে মুক্ত হন তারা।

ঘটনার ১১ বছর পরে আদালতে উঠতে চলেছে ওই মামলা। ইতোমধ্যেই একাধিক বিতর্কের জেরে ‘আদিপুরুষ’ ছবির প্রচারে থাকছেন না অভিনেতা সাইফ আলি খান। তার উপরে যোগ হল এক দশক পুরনো এই মামলার অস্বস্তি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied