চৌদ্দগ্রামের রহস্যজনক অগ্নিকান্ডে প্রবাসী দম্পত্তির বসতঘর পুড়ে ছাই!
২৩ দিন আগে শনিবার, নভেম্বর ২২, ২০২৫
অগ্নিকান্ডে প্রবাসী দম্পত্তির বসতঘর পুড়ে ছাই।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা :
কুমিল্লার চৌদ্দগ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাঁইয়ে পরিনত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ লক্ষাধিক টাকার।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০টায় উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা বিবাদীদের দায়ী করে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করেছেন সিরাজুল ইসলামের ছেলে ভুক্তভোগী মো: তাজুল ইসলাম (২৮)।
অভিযোগে তাজুল ইসলাম জানায়, আমাদের বাড়িতে দুটি ঘর। একটি টিনের অন্যটি পাকা দালানঘর। টিনের ঘরটিতে আমি আর আমার স্ত্রী থাকি। বৃহষ্পতির (২৮ আগস্ট) রাতে স্ত্রীসহ আমি শ্বশুরবাড়িতে ছিলাম। পরিবারের অন্যরা পাকা ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১২.৩০ মিনিটে আমার মা ও ভাবী আমার ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে পাড়া প্রতিবেশিরা এসে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসকে ফোন করলে তারাও আসে। ততক্ষণে আগুনে পুড়ে আমার সর্বস্ব ভূমিসাৎ হয়ে যায়। আমাদের ধারনা আমরা বসতবাড়িতে না থাকার সুবাধে পূর্ব শত্রুতাবশত: কেউে আগুন লাগিয়ে দিয়েছে।
চৌদ্দগ্রাম ফায়ার স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান,'ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে স্থানীয়রা অগ্নিদগ্ধ বসতঘরের টিন ও বৈদ্যুতিক লাইন খুলে ফেলে। যে কারণে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা।'
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ বলেন,'কীভাবে আগুনের সূত্রপাত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'