চৌদ্দগ্রামে "গণঅধিকার পরিষদের" কৃষি বীজ বিতরণ কর্মসূচী পালন
৮ দিন আগে শনিবার, নভেম্বর ২২, ২০২৫
গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা কতৃক কৃষি বীজ বিতরণ কর্মসূচীতে কৃষকদের মাঝে বীজ বিতরণ করছেন অতিথি বৃন্দ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা কতৃক কৃষি বীজ বিতরণ কর্মসূচী পালন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর বাজারে কৃষি বীজ বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য কে এম ফরিদ আমিন।
গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ছিদ্দিকুর রহমান ও উপজেলা যুগ্ম সদস্য সচিব প্রবাসী মোঃ আবুল কালাম আজাদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন যুবঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি এম এইচ তামজিদ, গণঅধিকার পরিষদ মুন্সিরহাট ইউনিয়ন আহ্বায়ক মোঃ কবির খাঁন, শুভপুর ইউনিয়ন আহ্বায়ক মো: রেজাউল করিম রিপন ও সদস্য সচিব হারুন উর রশিদ মজুমদার প্রমূখ।
গণতান্ত্রিক, দূর্নীতিমূক্ত, বৈষম্যহীণ, কল্যাণমূখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাস্তবায়নে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ করে যাচ্ছে। উপস্থিত নেতৃবৃন্দ জানান
এই কর্মসূচী পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বাস্তবায়ন হবে ।