চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নেছার উদ্দিন

Bijoy Bd24

১৭ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩


#
শ্রেষ্ঠ শিক্ষক



বিজয় বিডি ডেস্ক (চৌদ্দগ্রাম,কুমিল্লা):
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হলেন বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও 'এ টু আই' এর আইসিটি জেলা এম্বাসেডর মোহাম্মদ নেছার উদ্দিন।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর আওতায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের বালিমুড়ি গ্রামের কৃতিসন্তান। তাঁর বাবা মরহুম আব্দুল মজিদ আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তার এ অর্জনে সহকর্মী, আত্মীয়স্বজন সহ চৌদ্দগ্রামবাসী গর্বিত।




এ বিষয়ে মোহাম্মদ নেছার উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানে এবং সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে সদা সর্বোচ্চ চেষ্টা করি। তাদেরকে সু-শিক্ষা দিতে পারার মধ্যে আত্মতৃপ্তির যথেষ্ট জায়গা রয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, আমার সহকর্মীবৃন্দ, সচেতন অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের জন্য রইলো স্নেহ ও ভালোবাসা। ভবিষ্যতেও নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আরো অবদান রাখতে চাই। এ সময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied