তারুন্যের রোড মার্চ সফল করতে চৌদ্দগ্রামে তোফায়েল হোসেন জুয়েলের নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি
১ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
তারন্যের রোডমার্চ
বিজয় বিডি ডেস্ক :
আগামী কাল ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোডমার্চ সফল করতে চৌদ্দগ্রামে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তোফায়েল হোসেন জুয়েলের অনুসারী নেতা কর্মীরা। সরেজমিনে প্রত্যক্ষ করে জানাযায়, একসময়ের তুখোড় ছাত্রনেতা চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের বিপ্লবী সফল সভাপতি ও কুমিল্লা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌদ্দগ্রামের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের এক প্রিয় নাম তোফায়েল হোসেন জুয়েল রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন এলাকা ছাড়া হলেও কুমিল্লা জেলা সহ চৌদ্দগ্রাম উপজেলায় নিয়মিত দলীয় কর্মকান্ড পরিচালিত করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আগামীকাল তারন্যের রোডমার্চ সফল করতে নেতা কর্মীদের নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
তোফায়েল হোসেন জুয়েল জানান এ রোড মার্চ থেকে সরকারকে শেষ বার্তা দেয়া হবে। আগামী "৩০ অক্টোবরের" আগে শেখ হাসিনাকে দেশের মানুষ বিদায় জানাবে।
আগামীকাল ৫ অক্টোবরের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী রোড মার্চ থেকে সরকারকে শেষ বার্তা জানিয়ে দেয়া হবে। এরপর তাদের বোধদয় না হলে পালানোর পথও খুঁজে পাবে না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান সহ নেত্রীর কিছু হলে দেশে আওয়ামী লীগ বলে কোনো চিহ্ন থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
ইনশাআল্লাহ দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে।
অত্যান্ত পরিতাপের বিষয়, রাজপথে ফয়সালার আগেই ইদানীং চৌদ্দগ্রামে আন্দোলনের চেয়ে নিজের প্রার্থীতা জানান দিতে ব্যাস্ত এক প্রার্থী। যা বিএনপির বর্তমান আন্দোলনকে জনগণের মাঝে চৌদ্দগ্রাম তথা সারাদেশে হাস্যরসে পরিনত করেছে। এসব নেতাদের চিহ্নিত করে বিভাগীয় ব্যাবস্থা নেওয়া সময়ের দাবী।।