মাহাথির মোহাম্মদের কারণে যেভাবে গ্রেফতার হয়েছিলেন আনোয়ার ইব্রাহিম


উনিশশো আটানব্বই সালের ২০শে সেপ্টেম্বর মালয়েশিয়ার তৎকালীন ডেপুটি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে জালিয়াতি এবং সমকামিতার অভিযোগ আনা হয়েছিল। ওই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করা হয়েছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে। আনোয়ারের নিজের বিশ্বাস ছিল যে তার সাবেক নেতা এবং মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তাকে ফাঁসানোর জন্য এ মামলা করিয়েছিলেন। ওই ঘটনার প্রায় ২৫ বছর পর বিবিসির ম্যাট পিন্টাসের কাছে সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন আনোয়ার ইব্রাহিম।

Link copied