"চৌদ্দগ্রাম সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ" এর নিজস্ব ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন
১৮ দিন আগে সোমবার, জানুয়ারী ২০, ২০২৫
চৌদ্দগ্রাম সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ
নূরুল আলম আবির:
কুমিল্লার চৌদ্দগ্রামে "চৌদ্দগ্রাম সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ" —এর নিজস্ব ভবন নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রামস্থ নবগ্রাম রাস্তার মাথা নোয়াপাড়ায় উক্ত শিক্ষা ভবন নির্মাণের শুভ উদ্বোধন করা হয়। কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত, দেশের ঐতিহ্যবাহী সংগঠন "চৌদ্দগ্রাম উন্নয়ন সংস্থা" —এর উদ্যোগে চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম নোয়াপাড়া রাস্তার মাথায় প্রধান অতিথি হিসেবে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে "চৌদ্দগ্রাম সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ" —এর নিজস্ব ভবন নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক চৌদ্দগ্রাম উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ একরামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ একরামুল হক বলেন— "চৌদ্দগ্রামে একটি আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও মেডিকেল কলেজ স্থাপন সময়ের অপরিহার্য দাবি। এই দাবী পূরণের জন্য চৌদ্দগ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে চৌদ্দগ্রামের প্রাণকেন্দ্র নবগ্রাম ও নোয়াপাড়ায় অবস্থিত এক একর জায়গার উপর উক্ত শিক্ষা কমপ্লেক্স গঠন করা হয়েছে। যার মাধ্যমে চৌদ্দগ্রামের জনগণের শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আশা করছি। আমি চৌদ্দগ্রামের সকল সামাজিক, রাজনৈতিক ও সকল শ্রেণী পেশার ব্যাক্তিবর্গদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যাতে চৌদ্দগ্রামকে একটি শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে পারি। সে ক্ষেত্রে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।"
চৌদ্দগ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা এবং মেডিকেল কলেজ হাসপাতাল।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, চৌদ্দগ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ আবু নাছের, চৌদ্দগ্রাম উন্নয়ন সস্থার সদস্য, বাংলাদেশ যুব সাংবাদিক ফোরামের সভাপতি কে সাইফুদ্দিন, ডা. মাওলানা মোঃ আইয়ুব আলী, ডা. মাসুদুর রহমান, ডা. সালমা আক্তার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দলিল লেখক জনাব রফিকুল ইসলাম রিপন, মামুনুর রশিদ মেম্বার , কাদৈর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা মিজানুর রহমান, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার শফিউল বাশার সহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ।